সীমান্তিকের আরটি পিসিআর ল্যাবে স্বল্প খরচে বিদেশযাত্রীদের জন্য করোনা টেস্ট করা হয়
আপনাদের পরিচিত প্রিয় প্রতিষ্ঠান সীমান্তিকের আরটি পিসিআর ল্যাবে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্মান প্রযুক্তির মেশিন ও কিট দ্বারা স্বল্প খরচে বিদেশযাত্রীদের জন্য করোনা টেস্ট করা হয়।
ফরম পূরণের লিংক: http://www.shimantik.sjitbd.com/applicants/applicationকোভিড ১৯ (RT-PCR) পরীক্ষার জন্য যেসব জিনিস সঙ্গে নিয়ে আসতে হবে।
১. মূল পাসপোর্ট
২. পাসপোর্ট এর ফটোকপি
৩. টিকেট এর ফটোকপি
৪. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
৫. জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
৬. পূরণকৃত ফরম এর প্রিন্ট কপি
সেম্পুল দেওয়ার ঠিকানা: সীমান্তিক কালেকশন সেন্টার, রোজভিউ পয়েন্ট (ল কলেজের পাশে) উপশহর, সিলেট।
সীমান্তিক কালেকশন সেন্টার প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট হইতে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
আপনি কখন বা কোনদিন এসে সেম্পুল দিবেন এটা নির্ভর করবে আপনার এয়ারলাইন্স/ফ্লাইট/ বিমানের সময়ের উপর, যেমন: কোনো কোনো এয়ারলাইন্স ২৪ ঘন্টা আবার কোনোটা ৪৮ ঘন্টার ভিতরে করোনা সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়।
সকাল ৮:৩০ থেকে দুপুর ২ টার ভিতরে সেম্পুল দিলে এই দিনই ল্যাব টেস্ট শেষ হওয়ার পর ম্যাসেজের মাধ্যমে রাত ১২ টার ভিতরে আপনার রিপোর্ট বা রিজাল্ট জানিয়ে দেওয়া হবে। অথবা রিপোর্টটি সরকারী ওয়েবসাইট থেকেও রাত ১২টার পর সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www.shimantiksylhet.com
অথবা কল করুন: ০১৭২৭-০১০৯৬২, ০১৭২৭-০১০৯৬৪